Tuesday, April 23, 2019

App Review: ছবি ও ভিডিওর সৌন্দর্য বাড়াবে যে অ্যাপ Retrica

Bangla Golpo

ছবি তোলার সময়ই ফিল্টার থেকে ছবিটি কেমন হবে তা দেখে নেওয়ার সুযোগ আছে। তাহলে পরে আর ছবি এডিটিংয়ে সময় দিতে হবে না।কেননা স্মার্টফোন দিয়ে ছবি তোলার পর সেটিকে আরও সুন্দর করতে অনেকেই ফিল্টার ব্যবহার করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।
তোলার সময়ই ছবি ফিল্টার করার তেমনি একটি অ্যাপ হলো রেট্রিকা (retrica)
অ্যাপটির সাহায্যে ছবি তোলার সময়ই বিভিন্ন ধরনের ফিল্টার দিয়ে দেখে নেওয়া যাবে ছবিটি বা ভিডিওটি কেমন হবে।
এক নজরে অ্যাপটির ফিচারগুলো
অ্যাপটিতে দারুণ ক্যামেরা ফিল্টার রয়েছে। ক্লিক করার সময়ই দেখে নেওয়া যাবে ছবি বা ভিডিওটি কেমন দেখাবে। ১০০টির বেশি ফিল্টার মিলবে অ্যাপটিতে।
ছবিতে কালার পপের প্রয়োজন হলে তা অ্যাপটির সাহায্য করে নেওয়া যাবে। পছন্দমত রঙের ফিল্টার দেওয়া যাবে ছবিতে।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিআইএফ ভিডিও বেশ জনপ্রিয় হচ্ছে। এটির মাধ্যমে জিআইএফ ভিডিও তৈরি করা সম্ভব।
অনেকগুলো ছবি একত্রে যুক্ত করে কোলাজ ছবি সহজেই তৈরি করা যাবে এটির মাধ্যমে।
ছবিকে মজাদার করতে অনেক ফান স্টিকার,ডুডল রয়েছে এতে। যেগুলো ব্যবহার করে সেলফিকে আরও আকষর্ণীয় করা যাবে।
অ্যাপটির মাধ্যমে ছবি বা ভিডিও সম্পাদনা করার পর চাইলে তা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
অ্যাপটিতে একটি কমিনিউটি অপশন রয়েছে। চাইলে আপনার ছবিটি অ্যাপে আপলোড করতে পারেন। অন্য কোন বন্ধুকে ফলোও করতে পারবেন।
ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ৪.৩ রেটিং প্রাপ্ত অ্যাপটি এক কোটির বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে থেকে।

সূত্র: Techshohor.com

No comments:

Post a Comment