সুস্থ্য থাকুন
প্রাকৃতিক বিভিন্ন উপাদান মানুষের
নানা কাজে সাহাজ্য করে।এরকম একটি উপাদান লং।লং সাধারনত রান্নায় মশলা হিসেবে
ব্যবহার করা হয়।জেনে নিন লং এর উপকারীতাঃ
• দাঁতের যন্ত্রণায় উপকারী।
• পেট ব্যথা কমায়।
• পায়েরিয়ার ক্ষেত্রে উপকারী।
• বমিভাব কমায়।
• অরুচি দূর করে।
• গলা খুশ খুশভাব কমায়।
• কফ ও কাশি দূর করে
• খিদে বাড়ায়,রুচীর পরিবর্তণ আনে।
• কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে।
• এটা পচনরোধক।
• এটা শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে।
• গলার সংক্রমণরোধক হিসেবে কাজ করে।
• যৌন রোগে আক্রান্ত মানুষের জন্য খুবই উপকারি।
• দাতের ব্যাথায় দারুণ কার্যকর।
• ক্রিয়েটিভিটি এবং সেন্টাল ফোকাস বাড়ায়।
• লবঙ্গ তেলের রয়েছে ব্যাকটেরিয়া নামক জীবানু ধ্বংসের ক্ষমতা।
No comments:
Post a Comment