Wednesday, April 10, 2019

ইস্কান্দার মির্জা: পাকিস্তানের ১ম রাষ্ট্রপতি


Iskander Mirza
اسکندر مرزا
পাকিস্তানের ১ম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৩ মার্চ ১৯৫৬২৭ অক্টোবর ১৯৫৮
প্রধানমন্ত্রী
চৌধুরী মুহাম্মদ আলি
হোসেন শহীদ সোহরাওয়ার্দী‌
ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়
ফিরোজ খান নুন
পূর্বসূরী
দ্বিতীয় এলিজাবেথ 
পাকিস্তানের রাণী হিসেবে
উত্তরসূরী
আইয়ুব খান
পাকিস্তানের গভর্নর জেনারেল
কাজের মেয়াদ
৭ আগস্ট ১৯৫৫
২৩ মার্চ ১৯৫৬
ভারপ্রাপ্ত: ৭ আগস্ট ১৯৫৫৬ অক্টোবর ১৯৫৫
রাষ্ট্রশাসক
দ্বিতীয় এলিজাবেথ
প্রধানমন্ত্রী
চৌধুরী মুহাম্মদ আলি
পূর্বসূরী
মালিক গোলাম মুহাম্মদ
উত্তরসূরী
বিলুপ্ত
অভ্যন্তরীণ মন্ত্রী
কাজের মেয়াদ
২৪ অক্টোবর ১৯৫৪
৭ আগস্ট ১৯৫৫
প্রধানমন্ত্রী
মুহাম্মদ আলি বগুড়া
পূর্বসূরী
মুশতাক আহমেদ গুরমানি
উত্তরসূরী
এ কে ফজলুল হক
পূর্ব বাংলার গভর্নর
কাজের মেয়াদ
৩১ মার্চ ১৯৫০
৩১ মার্চ ১৯৫৩
Chief Minister
নুরুল আমিন
পূর্বসূরী
চৌধুরী খালিকুজ্জামান
উত্তরসূরী
মুহাম্মদ শাহাবউদ্দিন (ভারপ্রাপ্ত)
পাকিস্তানের ১ম প্রতিরক্ষা সচিব
কাজের মেয়াদ
২৩ অক্টোবর ১৯৪৭
৬ মে ১৯৫৪
প্রধানমন্ত্রী
লিয়াকত আলি খান
খাজা নাজিমুদ্দিন
মোহাম্মদ আলী বগুড়া
পূর্বসূরী
বিলুপ্ত
উত্তরসূরী
আকতার হুসাইন
ব্যক্তিগত বিবরণ
জন্ম
১৩ নভেম্বর ১৮৯৯ মুর্শিদাবাদ,বাংলা প্রেসিডেন্সি,ব্রিটিশ ভারত
(বর্তমান
 পশ্চিমবঙ্গ,ভারত)
মৃত্যু
১৩ নভেম্বর ১৯৬৯ (বয়স ৭০) লন্ডন,ইংল্যান্ড,যুক্তরাজ্য
রাজনৈতিক দল
স্বতন্ত্র
দাম্পত্য সঙ্গী
রিফাত বেগম (১৯২২-১৯৬৭) 
নাহিদ আমিরতিমুর(১৯৫৪-১৯৬৯)
সন্তান
প্রাক্তন শিক্ষার্থী
এলফিনস্টোন কলেজ
রয়েল মিলিটারি একাডেমি সেন্ডহার্স্ট‌
ধর্ম
ইসলাম
সামরিক পরিষেবা
কার্যকাল
১৯২০১৯২৮
পদ
মেজর জেনারেল
কমান্ড
সেনা পুলিশ শাখা (মিলিটারী পুলিশ কোর)
যুদ্ধ
ওয়াজিরিস্তান যুদ্ধ
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭
সাহেবজাদা সাইয়িদ ইস্কান্দার আলি মির্জা CIE, OBE English IPA: ɪskɑndæɾ əɪiː mi(ə)ɹzə (বাংলা: ইস্কান্দার মীর্জা; উর্দু: اسکندر مرزا‎‎; ১৩ নভেম্বর ১৮৯৯১৩ নভেম্বর ১৯৬৯) ছিলেন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই পদে দায়িত্বপালন করেন। এর পূর্বে ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন।পিতার দিক থেকে ইস্কান্দার মির্জা মীর জাফরের বংশধর ছিলেন।তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে অবসর নেন।
ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কিছুকাল অবস্থান করার পর ইস্কান্দার মির্জা ইন্ডিয়ান পলিটিকাল সার্ভিসে যোগ দেন। ১৯৪৬ সালে তিনি ভারতের জয়েন্ট সেক্রেটারি হন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান তাকে প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দেন। বাংলা ভাষা আন্দোলনের পর পূর্ব পাকিস্তানে অস্থিরতা দেখা দিলে খাজা নাজিমুদ্দিন তাকে প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। ১৯৫৫ সালে মালিক গোলাম মুহাম্মদের পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেলের দায়িত্ব লাভ করেন। ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের পর তিনি প্রথম রাষ্ট্রপতি হন। তার রাষ্ট্রপতিত্বকালে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। ১৯৫৮ সালে তিনি সংবিধান স্থগিত করে সামরিক আইন জারি করেন। সেনাপ্রধানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করা হয়। রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব তার সময়ে শুরু হয়। সামরিক আইন জারির বিশ দিন পর প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব খান তাকে ক্ষমতা থেকে অপসারণ করেন। ইস্কান্দার মির্জা লন্ডনে নির্বাসিত হন।
অফিস
রাজনৈতিক দপ্তর
নতুন অফিস
পাকিস্তানের প্রতিরক্ষা সচিব
১৯৪৭১৯৫৪
উত্তরসূরী
আকতার হুসাইন
পূর্বসূরী
চৌধুরী খালিকুজ্জামান
পূর্ব বাংলার গভর্নর
১৯৫৪১৯৫৫
উত্তরসূরী
মুহাম্মদ শাহাবউদ্দিন
ভারপ্রাপ্ত
পূর্বসূরী
মুশতাক আহমেদ গুরমানি
স্বরাষ্ট্র মন্ত্রী
১৯৫৪১৯৫৫
উত্তরসূরী
এ কে ফজলুল হক
পূর্বসূরী
মালিক গোলাম মুহাম্মদ
পাকিস্তানের গভর্নর জেনারেল
১৯৫৫১৯৫৬
বিলুপ্ত
নতুন অফিস
পাকিস্তানের রাষ্ট্রপতি
১৯৫৬১৯৫৮
উত্তরসূরী
আইয়ুব খান

তথ্যসূত্র:
·         List of Pakistani heads of state or government
·         Shahab, Qudrat-Ullah (২০০৫)। Shahabnama (21st সংস্করণ)। KarachiSang-e-Meel আইএসবিএন 969-35-0025-3
·         Mirza, Humayun (২০০২)। From Plassey to Pakistan Washington, D.C.: University Press of America আইএসবিএন 978-0-7618-1509-9

No comments:

Post a Comment