অবশেষে বসন্তকাল এল।চারিদিকে ফুল ফুটে
উঠল।প্রকৃতি নতুন সাজে সেজে উঠল।চারিদিকে ঝলমলে রৌদ্রে।সে বড় সুখের সময়।
সূর্যের বিয়ে হবে।চারিদিকে খবরটা রটে
গেল।চারিদেকে যেন আনন্দের হাট বসে গেল।সকল জীবজন্তুদের সংঙ্গে ব্যাংঙেরাও আনন্দে
ধেই ধেই করে নাচতে লাগল।নেচে কুঁদে বেড়াতে লাগল।এই সব দেখে জিরাফ আর চুপ থাকতে
পারল না।সে ব্যাঙদের সম্বোধন করে বললো-দূর দূর বোকা আর আহম্মকের দল কোথাকার!সূর্যের
বিয়েতে তোদের নাচন-কোঁদন করতে লজ্জা করছে না!এক সূর্যই গরমকালে খানা ডোবার জল
শুকিয়ে সেগুলো কাঠ করে দেয়-তার বিয়ে হলে তার বউয়ের যদি ঐরকম একটা বাচ্চা হয়
তাহলে তোদের দশা কি হবে।আর জীবজন্তুরাও রেহাই পাবে না।প্রাণিকুল জ্বলে পুড়ে ধ্বংস
হয়ে যাবে।অতএব সূর্যের বিয়েতে আনন্দ করার কিছুই নেই।
এই সব কথা শুনে হকচকিয়ে গিয়ে নাচন-কোঁদন
ত্যাগ করে ভাবতে বসলো।তাইতো জিরাফ ঠিকই বলেছে।
উপদেশঃ-
মগজে বস্তু না থাকলে যাতে আনন্দ করবার কিছু নাই,
তাই নিয়েও লোকে আনন্দ করে থাকে।
No comments:
Post a Comment