রোযা সম্পর্কে হাদিস
হাদিস নম্বরঃ ১৭৭৪ | 1774 | ۱۷۷٤
পরিচ্ছদঃ ১১৮৫. সাওম
(গোনাহের) কাফফারাঃ রমযানের সাওম ফরজ হওয়া প্রসঙ্গে মহান আল্লাহ্র বাণীঃ হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরজ
করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর,
যেন তোমরা মুত্তাকি হও (২:১৮৩)
‘আলী ইবনু ‘আবদুল্লাহ
(রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ‘উমর (রাঃ) বললেন, ফিতনা সম্পর্কিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি কার
মুখস্ত আছে? হুযায়ফা (রাঃ) বললেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশীই মানুষের জন্য
ফিতনা। সালাত (নামায/নামাজ), সিয়াম এবং সদকা এর কাফফারা
হয়ে যায়। ‘উমর (রাঃ) বললেন, এ
ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি না, আমি তো জিজ্ঞাসা
করেছি ওই ফিতনা সম্পর্কে, যা সমুদ্রের ঢেউয়ের মত আন্দোলিত
হতে থাকবে।
হুযায়ফা
(রাঃ) বললেন, এ
ফিতনার সামনে বন্ধ দরজা আছে। ‘উমর (রাঃ) বললেন, এ দরজা কি খুলে যাবে, না ভেঙ্গে যাবে? হুযায়ফা (রাঃ) বললেন, ভেঙ্গে যাবে। ‘উমর (রাঃ) বললেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত
বন্ধ হবে না। আমার মাসরুক (রহঃ) কে বললাম, হুযায়ফা (রাঃ)
কে জিজ্ঞেস করূন, ‘উমর (রাঃ) কি জানতেন, কে সেই দরজা? তিনি বললেন, হাঁ, তিনি এরুপ জানতেন যেরুপ কালকের দিনের
পূর্বে আজকের রাত।
হাদিসের
মানঃ সহিহ
পুনঃনিরীক্ষণঃ Sahih
বর্ণনাকারী রাবীঃ হুযাইফাহ (রাঃ)
গ্রন্থঃ সহীহ বুখারী
(ইফাঃ) / অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা/১৭৭৪ (كتاب الصوم)
No comments:
Post a Comment