বাংলাদেশ নিম্নভূমির দেশ।বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়,উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে।নিচে বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের পাহাড় চূড়াসমূহের একটা তালিকা দেওয়া হলো।
৩০০০ ফুটের অধিক চূড়াসমূহের তালিকা
ক্রম |
নাম |
উচ্চতা |
অবস্থান |
টীকা |
১ |
সাকা হাফং/ মোদক তুয়াং |
৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার) |
থানচি, বান্দরবান |
অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া।২০০৬ সালে ইংরেজ পর্যটক গিঞ্জ ফুল্লেন চূড়ায় আরোহণ করেন। |
২ |
জো তল্যাং/মোদক মুয়াল |
৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার) |
থানচি, বান্দরবান |
২০০৫ সালে বাংলাদেশী পর্যটক সুব্রত দাস নিতিশ এবং বিজয় সঙ্কর কর চূড়ায় আরোহণ করেন। |
২ |
দুমলং |
৩,৩১৪ ফুট (১,০১০ মিটার) |
বিলাইছড়ি, রাঙামাটি |
রাঙামাটির সর্বোচ্চ চূড়া।২০১১ সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়। |
৪ |
জোগি হাফং |
৩,২৫১ ফুট (৯৯১ মিটার) |
থানচি, বান্দরবান |
২০১২ সালে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করা হয় |
৫ |
কেওক্রাডং |
৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার) |
রুমা, বান্দরবান |
বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্রেকিং রুট। |
৬ |
মাইথাই জামা হাফং |
৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার) |
বিলাইছড়ি, রাঙামাটি |
২০১৪ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়। |
৭ |
থিংদৌল তে ত্ল্যাং |
৩,১৪৯ ফুট (৯৬০ মিটার) |
রুমা, বান্দরবান |
২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়। |
৮ |
মুখ্রা থুথাই হাফং |
৩,১২৯ ফুট (৯৫৪ মিটার) |
বিলাইছড়ি, রাঙামাটি |
২০১৩ সালে উচ্চতা পরিমাপ করা হয় |
৯ |
কাপ্তাই |
৩,০৯৪ ফুট (৯৪৩ মিটার) |
রুমা, বান্দরবান |
This flat mountain top once used as a hide out place by separatist group from Mizoram. |
10 |
ক্রেইকুং তাউং/ন্যারা্ম্ ত্ল্যাং |
৩,০৮৩ ফুট (৯৪০ মিটার) |
রুমা, বান্দরবান |
২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়। |
11 |
রাং ট্লাং |
মাপা হয়নি |
বিলাইছড়ি, রাঙামাটি |
|
12 |
নাসাই হুম |
৩,০০৫ ফুট (৯১৬ মিটার) |
থানচি, বান্দরবান |
Most south-east corner peak of Bangladesh.Elevation measured during the joint expedition of Sangu source by D-way expeditors & Nature Adventure Club in 2011. |
No comments:
Post a Comment