
অভিনয়ের প্রবাদ পুরুষ আলফ্রেডো জেমস পাচিনো।শুধুমাত্র গডফাদার ট্রিলোজি দেখলেই যে কেউ তার কট্টর ভক্ত হয়ে যাবেন।স্কারফেস,সেন্ট অব এ ওমেন,ডগ ডে আফটারনুন,এন্ড জাস্টিস ফর অল এই মুভিগুলাসহ বাকী অসাধারণ মুভিগুলার কথা না
হয় বাদ ই দিলাম।মহান এই অভিনেতার বায়োগ্রাফী লেখার জন্য বসিনি এখন,ইন্টারনেট থেকে তার কিছু ট্রিভিয়া বের করলাম।এর মাঝে অনেকগুলা মে বি
অনেকে জানেন,অনেকে জানেন না।তো
চলুন জেনে আসি আল পাচিনো সম্পর্কে অজানা কিছু তথ্য-
১. প্রিয় রং কালো
২ . ১৯৯২ সালের দুই মুভির জন্য একই সাথে সেরা অভিনেতা এবং সেরা সহকারী অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন অস্কারে Scent of a Woman এবং Glengarry Glen Ross মুভির জন্য।প্রথমটির জন্য অস্কার পান (অস্কার আল পাচিনোকে পায় !)
৩ . ১৭ বছর বয়সে স্কুল ত্যাগ করেন
৪ . “Kramer vs. Kramer” মুভির Ted Kramer চরিত্র ফিরিয়ে দেন । পরে সেটা ডাস্টিন হফম্যান করেন
৫ . “Star Wars” সিরিজের Han Solo চরিত্র ফিরিয়ে দেন । পরে সেটা হ্যারিসোন ফোর্ড করেন
৬ . “Apocalypse Now” মুভিতেও অভিনয় করতে অস্বীকৃতি জানান । পরে আরেক লিজেন্ড মার্লন ব্র্যান্ডো সেই চরিত্রতে অভিনয় করেন
৭. গডফাদার পার্ট ৩ এর জন্য $7 million দাবী করেন।পরিচালক শেষে পাচিনোকে বলেন যে এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়া এবং পাচিনো চার্জ না কমালে মুভির শুরুতেই সে মাইকেলের শেষকৃত্য দেখিয়ে দিবেন।শেষে পাচিনো $5 million তে রাজী হন
৮. ১৯৮০ এর দশকে দিনে ৪ প্যাকেট করে সিগারেট খেতেন।এখন অবশ্য স্মোকিং অনেক কমিয়ে দিয়েছেন
৯ . বিয়ে করেননি
১০. প্রথম অস্কার নমিনেশনের ২১ বছর পরে অস্কার জিতেন ( ক্যাপ্রিও ফ্যানরা,চিন্তার কিছু নাই )
১১. উইলিয়াম সেক্সপিয়রের কট্টর ভক্ত
১২. তার প্রিয় অভিনেত্রী হচ্ছেন জুলি ক্রিস্টি
১৩. ক্যারিয়েরর শুরুতে তার নাম বদলে সনি স্কট রাখবেন বলে ঠিক করেছিলেন
১৪. ব্রিটেনের চ্যানেল ফোর এর এক জরিপে সর্বকালের সেরা মুভি স্টার নির্বাচিত হন
১৫. ইনসোমনীয়া রোগী ছিলেন আগে এবং মজার ব্যাপারে ক্রিস্টোফার নোলান পরিচালিত ইনসোমনীয়া মুভিতেও অভিনয় করেন
১৬. The Tree of Wooden Clogs” এবং “Singin’ in the Rain” তার প্রিয় ২ টি মুভি ।
১৭. ৪৯ বছরে প্রথম বাবা হন । ৬১ বছরে জমজ সন্তানের বাবা হন
১৮. তার অভিনীত ৬ টি মুভি অস্কারে সেরা মুভি হিসেবে মনোনয়ন পায় এবং এর মাঝে ২ টি অস্কার জয় করে
১৯. ২০০৬ সালে তার বই বের হয় । বইয়ের নাম “Al Pacino in Conversation with Lawrence Grobel”
২০. ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত টানা ৪ বছর অস্কার নমিনেশন পান
২ . ১৯৯২ সালের দুই মুভির জন্য একই সাথে সেরা অভিনেতা এবং সেরা সহকারী অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন অস্কারে Scent of a Woman এবং Glengarry Glen Ross মুভির জন্য।প্রথমটির জন্য অস্কার পান (অস্কার আল পাচিনোকে পায় !)
৩ . ১৭ বছর বয়সে স্কুল ত্যাগ করেন
৪ . “Kramer vs. Kramer” মুভির Ted Kramer চরিত্র ফিরিয়ে দেন । পরে সেটা ডাস্টিন হফম্যান করেন
৫ . “Star Wars” সিরিজের Han Solo চরিত্র ফিরিয়ে দেন । পরে সেটা হ্যারিসোন ফোর্ড করেন
৬ . “Apocalypse Now” মুভিতেও অভিনয় করতে অস্বীকৃতি জানান । পরে আরেক লিজেন্ড মার্লন ব্র্যান্ডো সেই চরিত্রতে অভিনয় করেন
৭. গডফাদার পার্ট ৩ এর জন্য $7 million দাবী করেন।পরিচালক শেষে পাচিনোকে বলেন যে এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়া এবং পাচিনো চার্জ না কমালে মুভির শুরুতেই সে মাইকেলের শেষকৃত্য দেখিয়ে দিবেন।শেষে পাচিনো $5 million তে রাজী হন
৮. ১৯৮০ এর দশকে দিনে ৪ প্যাকেট করে সিগারেট খেতেন।এখন অবশ্য স্মোকিং অনেক কমিয়ে দিয়েছেন
৯ . বিয়ে করেননি
১০. প্রথম অস্কার নমিনেশনের ২১ বছর পরে অস্কার জিতেন ( ক্যাপ্রিও ফ্যানরা,চিন্তার কিছু নাই )
১১. উইলিয়াম সেক্সপিয়রের কট্টর ভক্ত
১২. তার প্রিয় অভিনেত্রী হচ্ছেন জুলি ক্রিস্টি
১৩. ক্যারিয়েরর শুরুতে তার নাম বদলে সনি স্কট রাখবেন বলে ঠিক করেছিলেন
১৪. ব্রিটেনের চ্যানেল ফোর এর এক জরিপে সর্বকালের সেরা মুভি স্টার নির্বাচিত হন
১৫. ইনসোমনীয়া রোগী ছিলেন আগে এবং মজার ব্যাপারে ক্রিস্টোফার নোলান পরিচালিত ইনসোমনীয়া মুভিতেও অভিনয় করেন
১৬. The Tree of Wooden Clogs” এবং “Singin’ in the Rain” তার প্রিয় ২ টি মুভি ।
১৭. ৪৯ বছরে প্রথম বাবা হন । ৬১ বছরে জমজ সন্তানের বাবা হন
১৮. তার অভিনীত ৬ টি মুভি অস্কারে সেরা মুভি হিসেবে মনোনয়ন পায় এবং এর মাঝে ২ টি অস্কার জয় করে
১৯. ২০০৬ সালে তার বই বের হয় । বইয়ের নাম “Al Pacino in Conversation with Lawrence Grobel”
২০. ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত টানা ৪ বছর অস্কার নমিনেশন পান
No comments:
Post a Comment