রোযা সম্পর্কে হাদিস
হাদিস নম্বরঃ ১৭৭১ | 1771 | ۱۷۷۱
রমযানের
সাওম ফরজ হওয়া প্রসঙ্গে মহান আল্লাহ্র বাণীঃ হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও (২:১৮৩)
মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন সিয়াম পালন করেছেন
এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমযানের সিয়াম ফরজ হল তখন তা ছেড়ে দেওয়া
হয়। আবদুল্লাহ (রহঃ) এ সিয়াম পালন করতেন না, তবে মাসের যে
দিনগুলোতে সাধারন সিয়াম পালন করতেন, তাঁর সাথে মিল হলে
করতেন।
হাদিসের
মানঃ সহিহ
পুনঃনিরীক্ষণঃ Sahih
বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)
গ্রন্থঃ সহীহ বুখারী
(ইফাঃ) / অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা/১৭৭১ (كتاب الصوم)
No comments:
Post a Comment