রোযা সম্পর্কে হাদিস
হাদিস নম্বরঃ ১৭৭২ | 1772 | ۱۷۷۲
রমযানের
সাওম ফরজ হওয়া প্রসঙ্গে। মহান আল্লাহ্র বাণীঃ হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও (২:১৮৩)
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগে
কুরায়শগন ‘আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)
পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে এ সাওম পালনের নির্দেশ
দেন। অবশেষে রমযানের সিয়াম ফরজ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেনঃ যার ইচ্ছা ‘আশূরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা
সে সাওম পালন করবে না।
হাদিসের
মানঃ সহিহ
পুনঃনিরীক্ষণঃ Sahih
বর্ণনাকারী রাবীঃ আয়িশা (রাঃ)
গ্রন্থঃ সহীহ বুখারী
(ইফাঃ) / অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা/১৭৭২ (كتاب الصوم)
No comments:
Post a Comment