Wednesday, May 15, 2019

রমজানের ৩০ ফজিলত

রমজানের ৩০ দিনের ৩০ ফজিলত


#১ম রমজানে = রোজাদারকে নবজাতকের মত নিষ্পাপ করে দেওয়া হয়।

#২য় রমজানে = রোজাদারের মা -বাবাকে মাফ করে দেওয়া হয়।

#৩য় রমজানে = একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষনা দেয়।

#৪র্থ রমজানে = রোজাদারকে আসমানী বড় বড় চার কিতাবের বর্ণ সমান সাওয়াব প্রদান করা হয়।

#৫ম রমজানে= মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সাওয়াব দেওয়া হয়।

#৬ষ্ঠ রমজানে= ফেরেশতাদের সাথে ৭ম আকাশে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব প্রদান করা হয়।

#৭ম রমজানে= ফিরাউনের বিরুদ্ধে মুসা আঃ এর পক্ষে সহযোগিতা করার সমান সাওয়াব প্রদান করা হয়।

#৮ম রমজানে =রোজাদারের উপর হযরত ইবরাহীম আঃ এর মতো রহমত- বর্ষিত হয়।

#৯ম রমজানে= নবী-রাসূলদের সাথে দাড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়।

#১০ম রমজানে= রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়।

#১১তম রমজানে=রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়।

#১২তম রমজানে= হাশরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাদের মতো উজ্জল করা হবে।

#১৩তম রমজানে=হাশরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে।

#১৪তম রমজানে= হাশরের ময়দানে হিসাব- নিকাশ সহজ করা হবে।

#১৫তম রমজানে = সমস্ত ফিরিস্তারা রোজাদারের জন্য দোয়া করে।

#১৬তম রমজানে= আল্লাহপাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন ।

#১৭তম রমজানে= একদিনের জন্য নবীগনের সমান সাওয়াব দেওয়া হবে।

#১৮তম রমজানে = রোজাদার এবং তার মা-বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়।

#১৯তম রমজানে= পৃথিবীর সকল পাথর-কংকর টিলা- টংকর রোজাদারের জন্য দোয়া করতে থাকে।

#২০তম রমজানে =আল্লাহরপথে জীবন দানকারী শহীদের সমান সাওয়াব প্রদান করা হয়।

#২১তম রমজানে = রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জল প্রাসাদ নির্মান করা হয়।

#২২তম রমজানে= হাশরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয়।

#২৩তম রমজানে= জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মান করা হয়।

#২৪তম রমজানে = রোজাদারের যে কোন ২৪ টি দোয়া কবুল করা হয়।

#২৫তম রমজানে= কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়।

#২৬তম রমজানে =৪০ বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়।

#২৭তম রমজানে= চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়।

#২৮তম রমজানে= জান্নাতের নেয়ামত দ্বিগুন করা হয়।

#২৯তম রমজানে= এক হাজার কবুল হজ্জের সাওয়াব প্রদান করা হয়।

#৩০তম রমজানে= পুরা রমজানের ফজিলত দ্বিগুন

আরও পড়ুন, রমজান মাসের ৩০ আমল

2 comments:

  1. কোন হাদিসে বর্ণিত আছে প্লিজ বলবেন

    ReplyDelete
  2. ভাই কোন হাদিসে পাইছেন এগুলা।দলিল দেখান,,,

    ReplyDelete